একফোঁটা বৃষ্টি চেয়েছিলাম ঘন কালো মেঘটার থেকে।
ভোর পেরিয়ে দুপুর পেরিয়ে রাত,
তবু তার মুখ ভার।
আরও দূষণ চায় হয়ত।
বূষ্টি হয়ে ঝরে পড়ার আগে।
কত আর কত?
নীলকন্ঠ ঈর্ষারত।
আমিও ক্লান্ত জন্ম হতে জন্মান্তরে
তুমি কবে বৃষ্টি হবে?


আজ আমার এ রচনার কোনো অর্থ নিজেই খুঁজে  পাচ্ছিনা। শুধু যেরকম ভাবনা এলো লিখে গেলাম। প্রকাশ করে দিলাম শুধু এটুকু আস্থায় কবিতার রচয়িতা কখনই কবি নয়। কবি একটি  কবিতার  উপলক্ষ মাত্র। কবিতা প্রকাশিত হয় প্রস্ফুটিত হয় আপন মর্জিতে। সেই মুহূর্তে যে কলম উন্মুক্ত থাকে কবিতা তাকেই আশ্রয় করে মাত্র। এই ফুটনোট,‘ সংযোজন এর প্রয়োজন হয়ত বাতুলতা মাত্র। তবুও.......