আর লিখি না কবিতা
কি লিখব ,মনে হত যেন
সব শব্দ অক্ষর সমেত যেন  গদ্যের দিকে ধায়।
কে দেবে আমার গদ্যকে  কবিতার পরিচয়?
ছন্দের পিছু ধাওয়া
করে দেখেছিলাম বেশ কিছুদিন।
বেশ কিছুদিন জীবনানন্দকে দিয়েছিলাম ছুটি।
শক্তি সুনীল অবজ্ঞায় লুটোপুটি।
আরও বেশ কিছুদিন,
ছন্দের পিছু ধাওয়া।
অবশেষে সে পরম পাওয়া,
আমার সব শব্দ ,অক্ষর সমেত
না কবিতাকে পায় ,না গদ্যের দিকে ধায়।
মিথ্যায় ভরা আমার গদ্যকবিতা
যত আবোলতাবোল  লেখায়।