প্রয়োজনটা প্রয়োজনই
সেখানে খুশীর সূচীকর্ম কোথায় ?
প্রয়োজনীয়তার গম্ভীর মুখ দেখে
আনন্দটা ছেঁটে বাদ দেই


রাগ, অভিমান
প্রেম -ভালোবাসা
ঝুলিতে বেঁধে
করি প্রয়োজনের সেলাই


চিন্তা-দুশ্চিন্তা
প্রয়োজনের ঘরে
ফুস-মন্তর হয়ে
এক ফালি বারান্দায় জোৎস্না পোহাই


প্রয়োজনের খাঁচায়
সুখের লাল লঙ্কা চিবিয়ে
খোলা হাওয়ার আবেশটা
না হয় প্রয়োজনের সম্পর্কেই মেটাই