আঠারোতেই বিয়ে হয়ে গেল,,
তখন সবে উচ্চমাধ্যমিক পাশ করেছি !
আঠারো তে হল কারণ আমাদের দেশে আইনত বিয়ের বয়স আঠারো,, যদি ষোলো হত,হয়তো ষোলোতেই হত !
বিয়ের দেখাশোনা কিন্তু ষোলোতেই শুরু হয়ে গিয়েছিল !


অথচ আঠারোতেও একটি মেয়ের মন সংসার করার মত বা
একটি মেয়ের শরীর মা হওয়ার মত পুর্ণতা পায় না
তবে কেন আঠারো বছর বয়স বিয়ের জন্য উপযুক্ত বয়স হবে ??
যেখানে স্নাতকত্তোর হতে কমপক্ষে একুশ বছর লেগে যায় !


তবে কেন আঠারোতেই একটি মেয়ের জীবন চার দেওয়ালে বেঁধে দেওয়া হয় ??
আঠারো বছর বয়স কি সত্যিই সাবালিকা ??
এই বয়সটা কি নিজেকে গড়ে নেবার নয় ??
এই বয়স টা কি বই-খাতা পুড়িয়ে চাল ফুটিয়ে ভাত করার ??


মা যদি আঠারোতেই থেমে যায় ,,
সন্তানকে সে কোন দরজা খুলে দেবে??