কিশোরী বেলা পৃথিবীটা
সবুজ ঘাস, দখিনা বাতাস
চাঁদের আলো, গাছের ছায়া
টলটলে অস্রুময় দীর্ঘশ্বাস
শরৎবাবুর অন্তে বিচ্ছেদময়
কাল্পনিক সে প্রেমিক


যৌবনের ধর্ম প্রেমে পরা
কিন্তু প্রেমিক নাই
যা সব ছিরি প্রেমিকের
যেমনি পোশাক, তেমনি চালচলন
চেন ,রড, পেটো, পটকা তাদের বইছে
বাছুরের মতো লেজ তুলে
ছুটছে নেতাদের পোষা বাহনরূপে
তাই প্রেমিক খুজেঁ পাই নাই


মাঝবয়সে প্রেমের কথা কারে কব
প্রেমের কথা ওরা বোঝে না
ওরা এক একজন সংসারের ঘানিটানা বলদ
যেমন সব দেখতে মাথায় ভরা টাক
গোদা গোদা পা,থলথলে ভুড়িঁ
শুলেই নাক এ ব্যান্ডের বাজনা
হাঁচলে মনে হয় বোম ফাটছে
ঢেকুঁর তোলে হিপোপটেমাসের সমান
মেয়ে দেখলেই চোখ যায় আটকে
মনে মনে বলে - খাবো সন্দেশ
প্রেমরসহীন এক আজব জীব


তাই প্রেম করার মতো প্রেমিক নাই