আমি আমার মনটাকে শান্ত,,শীতল,,সমাহিত করতে চাই
আমি ভালো নয়,,একটা ঘোরে থাকতে চাই
মানুষ যেমন নেশার ঘোর চায়
আমি আমার ভেতর অন্য এক মানুষ রোপণ করার
তাকে লালন করার ঘোর চাই
আমি সাত আকাশ পেড়িয়ে কল্পনায় যেতে চাই
আমার যাত্রাপথে জল না পেলে পুকুর খনন করতে চাই
ছায়া না পেলে যাওয়ার পথে বৃক্ষরোপণ করতে চাই
পায়ের তলায় কাকর মাড়িয়ে মখমলে ঘাসের গালিচা পেতে দিতে চাই
সুদুর মেরুতে সূর্যের আহ্ববান করতে চাই
কঠিন রাতে সারা আকাশে নক্ষত্রে সাজিয়ে দিতে চাই
আমি আমার মানস গর্ভে তোমাকে ধারন করতে চাই
আমি তোমাকে আমার মাঝে লালন করতে চাই
না আমি কান্না করব না আর তোমায় পাবার আশায়
আমি কাদঁলে সাত আকাশের সূর্য তোমার পৃথিবী ডুবে যাবে
আমি আশ্চর্য ঘোড়া হয়ে আমার আত্মায় তোমাকে বহন করতে চাই