অবস্হা টা দ্রুত বদলে যাচ্ছে,,পরিস্হিতির সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছো তুমি !
সময়ের অস্তিত্ব বলতে কেবল রয়ে গেল পরিবর্তন ,,আর কিছু দগদগে স্মৃতি, যা ক্রমাগত এগিয়ে যাবার পথে আগল তুলে দেয়,,তবু বিশ্বাস আজও অটুট ফিরবে তুমি,,
গভীর প্রাকৃতিক চেতনার অন্ধকারে পথ হারিয়ে ক্রমশ পথ পরিবর্তন করতে করতে ফিরবে তুমি সেই তোমার পুরোনো ঠিকানায় ! বিশ্বাস এমন ই যা দেওয়াল তুলে দেয় সত্য আর আমার মাঝে,আমি দেখতে পারি না তোমাকে,আমার বিশ্বাস দেখে তোমায়, তুমি ফিরবে পরিবর্তিত এক বিশ্বাসের আয়না হয়ে !
তোমাকে দেখতে দেখতে বদলে যাচ্ছি আমি ক্রমশ নিজের ইচ্ছার বিরুদ্ধে ,কারণ বদলে যাওটাই জীবন,,তালে তাল,,ফাঁকে ফাঁক,সোম এ সোম না পড়লে জীবনের গান যাবে ছিঁড়ে ! তাইতো মধ্যরাতে প্রচন্ড মেঘ করে এলে মালকোষ রাগে বৃষ্টি নামাতে চেষ্টা করি,,সারা গায়ে শিহরনের কাঁটা দিয়ে ওঠে ,,আমি শক্ত আর খসখসে হতে হতে ক্রমশ আমার পা ভারী হয়ে ওঠে ! ভালোলাগার মুহুর্তেরা স্মৃতির মাকড়সার জাল হয়ে আমার সারা মুখে জড়িয়ে যায় !মাঝে মাঝে ঠান্ডা অতি ঠান্ডা সবুজ বিষাক্ত তোমার ছোবল আমায় ছুয়ে যায়,সাপের খোলস ,,শ্যাওলা,,ছত্রাক আমার বুকের তলায় জমে ওঠে,,নিজেকে দেখতে পাই হলদ ধূসর লাল নীল বিচিত্র এক গিরগিটি,বুকে হেটে যেতে যেতে অসহ্য যন্ত্রনায় রক্ত ক্ষরণ হতে থাকে !
তবু হাঁটার চেষ্টা করি,,তোমার পায়ে পা মিলিয়ে তোমাকে ধরার চেষ্টা করি,না পেরে দৌড়তে থাকি স্পীড বাড়িয়ে দুহাত এগিয়ে,,তবু অধরা থেকে যাও তুমি ! শেষে অবষাদ আর ক্লান্তি আমায় চেপে বসে,, আমি ক্যাকটাস হয়ে স্হির হয়ে যাই,,কাঁটা দিয়ে ঘিরে নিজেকে আকঁড়ে থাকি,,ধীরে ধীরে মরুভূমিতে বিলীন হয়ে যাই,,এইভাবেই
আমিও বদলে যাই