এক সেকেন্ড,এক মিনিট,,এক ঘন্টা
বুক দুরুদুরু চলেছি হাইওয়ে ধরে
চড়ছে পারদ,,সাথে চড়ছে মিটার গাড়ির
বেড়ে যাওয়া হার্টবিট বলছে আর কতদুর.?
দৃশ্য চলছে ,,বাড়ছে গাড়ির স্পীড
পাশ থেকে কে যেন বলে উঠল
একা নাকি ?
একাই তো বিন্দাস
এইতো পরম পাওয়া
আমার গন্ধ,আমার স্পর্শ,
আমার আবেশ
তিরতির কাঁপা গলায় বললাম
"কেমন আছো.?"
দৃশ্য চলছে, চলছে গাড়ি
উন্মাদের মতো ভড়িয়ে দিলাম আদরে
আদরের স্পর্শ আমার সর্ব অঙ্গ ছুয়ে গেল
হঠাৎ নিজেকে পেয়ে আবেশের
পারদ চড়তে চড়তে অন্তীম পর্যায় এসে দাড়াল
তবু ধরে রাখতে পারি নি
দৃশ্য চলাটাই চিত্রনাট্যের নিয়ম
গাড়ি এসে পৌঁছালো হাইওয়ে
শরীরের কথা ফুরোলো,পড়ে রইল মন
ঘরে ফিরে টান টান বিছানায়
চাদর টেনে সময়ের রোমন্হন
একদিন,, একমাস ,, বছরের পর বছর পার হয়ে যায়
দৃশ্যগুলো বদলের সাথে বদলে যায় চিত্রপট
ফিরতে হবে ঠিকানায়
কারণ ফেরাটাই নিয়ম
ধীরে ধীরে ফেরার পথ ধরলাম
চলছে না আর জীবন গাড়ি ,
চলছে না আর জীবনদৃশ্য
তবু ফেরার দৃশ্য টা চলছেই