আমার গল্পের সঙ্গে প্রেম করে চলেছি নিরন্তর
সংসারে আমার যতই বাজুক খোলকত্তাল
আমি আমার গল্পকে সকাল-সন্ধে পাঠাই
সংসারের তোলা তুলতে
গল্পকে রেসের মাঠে রেখে
গ্যালারিতে বসে দূরবীনের চোখে দেখি
গল্পের ঘোড়া ছুটছে লাফাচ্ছে
ফার্স্ট সেকেন্ড পিছিয়ে পড়ছে আবার ফার্স্ট
উঠছে পড়ছে আবার উঠে উঠে পড়ছে
উত্তেজনায় পেছন দিকটা বারবার আসন ছেড়ে উঠছে
চেয়েছিলাম গল্পকে ম্যাগনেট করতে
ম্যাগনেট আর সংসার জড়াজড়ি করে দেখছি শুধুই লোহা
গল্প আমার নাচঘরের ঘুঙুরের বোল
আমি সেই বোলে তালে তালে নাঁচি
গল্পঘোড়ার পায়ের শব্দে থেমে গেছে কোলাহল
বুক দুরুদুরু করছে , হাতের তালু ঘামছে
তবুও এগিয়ে চলেছি গল্পের সাথে মায়ার পথে