তোমার নিমন্ত্রণ পেয়ে এসেছিলুম
দেখতে প্রভাতের স্নিগ্ধ আলোর মাঠে
হিম-ছড়ার কোমল ঘাসের উপর-
দৃষ্টি নন্দন টলমল শিশির বিন্দু।


আমি বিমুগ্ধ হয়ে দেখেছিলুম, নিশি ;
মৃত্তিকার এই চঞ্চল প্রবাল দ্বীপে
বাঁশ বাগানের মাথার ঊর্ধ্বে শশাঙ্ক-
মেলা বসিয়েছিল পূর্ণিমা জোৎস্নার।


আমি এও শুনেছিলুম, প্রাণ-উতলা ;
কলকাকলির তুষ্ঠ বঙ্গ-সীমানায়
নেচে ওঠে গেয়ে যায় অরণ্যতলায়-
দোয়েল-শ্যামা-কোকিল (কত কি অজ্ঞাত)।


তৃষ্ণার্ত ভাষায় বলেছিলুম, জন্ম কে ;
পূর্বে কেন ডাকেনি বাংলা ভাষায়- মা ?