ভুলে যেও না...
কোথাও কেও না কেও
তোমার জন্য অপেক্ষা করছে,
কিছু শক্তিশালী, একটু বেশি বুদ্ধিমান,
অনেক খারাপ, হরেক রকমের, হয়তো টেকসই,
কিছু বড়, কিছু ভাল,
কিছু খারাপ, কিছুর সঙ্গে মিল, যেমন-
বাঘের মত চোখ, হাঙ্গরের মত চোয়াল,
পাগল তুলনায় কিছুটা পাগলাটে,
মজনু'র চেয়েও সিনিয়র
তোমার জন্য অপেক্ষা করছে,
কখনো রাত জেগে জেগে মশার উৎপাত সয়ে
কখনো বা দিনের আলোয় চোখের অন্তরালে
সে তোমারই অপেক্ষায় পথ চেয়ে থাকে;
কখনো বা কাছে এলে, নরম হাতের মিষ্টি ছোঁওয়ায়
ঠোঁটের উষ্ণতায়, বাহু বন্ধনে আবদ্ধ
চোখ খুলতেই মিশে যায় হাওয়ায়;
হৃদয়ে ভর করে শূন্যতা;
তবু ভুলে যেও না, কেও না কেও আছে তোমার চারপাশে
এখনো তোমারই অপেক্ষায়।