যখন সমস্ত শব্দ মুছে যাবে
------------ধীশক্তির শব্দকোষ থেকে,
বাচ্য ফুলে ফেঁপে আসবে
------------কহনে ব্যর্থ চেষ্টায়,
চোখ তখন কইবে কথা নীরবে।
বুঝিবে কি বুঝিবে না,
------------মনে বড় ব্যাকুলতা।
ঈশ্বরে তাই প্রার্থনা- 'কর মার্জনা,
চরণে দিও ঠাই, সময় কালে'।
আয়ুষ্মান্ হতে চায় না এ মন,
-------------কিংবা পেতে বঞ্চনা,
চরণে দিও তাই ঠাই,
-------------ঈশ্বরে মোর এই প্রার্থনা।