দিকভ্রান্ত পথিকের মত
ভুল পথে পা বাড়িয়ে
আঁধারে হারিয়ে
আলোর সন্ধানে ছুটোছুটি
পিচ্ছিল পথে
পা হড়কে থমকে দাঁড়াই!


কোথাও কেও নেই
আঁধারের চাদরে মোড়া নিজেকে দেখতে পাই
ছায়া অনুসরণে!


অস্ফুট স্বরে কথা বলা
নিজে নিজেকে, মনে হয় যেন যোজন দূর থেকে
কেও বলছে আমায়,
কেও কোথাও নেই।
একা আমি শূন্য পথে
নিঃসঙ্গ এই পথ চলা।