আপন করে যাকে বুকে টেনে নিয়েছিলে
সময় পরিক্রমায় আজ সে পর
কত স্বপ্ন সে' দিয়েছিল ঢেলে তোমার আঁচলে
ফিরিয়ে দিলে তাকে রাশিরাশি কষ্ট, তা' কান্নার আদলে!


বিকশিত বাগানের প্রস্ফুটিত ফুল
ঝরিয়েছ নির্বিচারে
সাজানো বাগান মুড়ে দিলে তুমি
মিথ্যে প্রেমের মায়াজালে...


আঁধার চারিদিক-
ফিরে যাবার পথ রুদ্ধ,
আলোকচ্ছটায় নির্মল জীবন
নেমে এলো বোধ হয়
অমাবস্যার প্রগাঢ় অন্ধকার!


সব কিছু থেকেও-
আজ মনে হয় যেন
নিঃস্ব পথচারী।