চেয়ে দেখ আকাশে !
আজ চাঁদ যেন আঁড়ালে লুকোলো
তোমাকে দেখে,
জোছনাও যেন মলিন
তোমার রূপের কাছে,
জোনাকির ঝিকি মিকি আলো
যেন তোমার চোখের তারায় জ্বলছে,
তাই জোনাকিরাও
আজ পথ হারিয়ে উদ্ভ্রান্তের মতো উড়ছে ।


নদীর কূল কূল ধ্বনি শুনতে পাও ?
পাবে না তুমি
তোমার খিল খিল হাসির কাছে
বড্ড বেমানান সে সুর
তাই বইছে নদী যেন নিঃশব্দে,
তোমাকে এড়িয়ে।