ছেলেবেলার সেই দুরন্তপনা-
তোমার হাত ধরে ছুঁটে চলা
আঁকাবাঁকা মেঠো পথ ধরে
সবুজের বন পেড়িয়ে
নদীর পারে ছুঁটে যাওয়া,
মনে পড়ে আজো ?


এমন বর্ষা মুখরো দিনে-
পুকুরে দাপা-দাপি রাজহংস নিয়ে
কিম্বা কুয়োর ধারে শুঁকোতে দেয়া আমসত্ত্ব
খরের গাঁদায় লুকিয়ে খেয়ে ফেলা, কিম্বা-
সাঁঝের বেলায় নৌকো পারি দিয়ে
মাঝরাতে ঘরে ফেরা-
আজো মনে পড়ে,
আর- সবটাই আজ তোমার স্মৃতির অন্তরালে।