বৃষ্টিবিন্দু ঝুমুর-ঝুমুর তালে
নেচে যায় মাথার উপর চালে,
দমকা হাওয়া মাতম তোলে তরুবুকে
নিকষকালো ছেয়ে আছে চারিদিকে,
আর আমি; বন্ধ ঘরে একাকী উদ্ভ্রান্ত, পায়চারী, হঠাৎ বজ্রাঘাত
যেন বেঁধে আমারই বুকে মটারের সেলের আঘাত।


আঁধারেই খুঁজে ফিরি এক ফোঁটা জল
বুক ফেটে চৌচির, যেন তপ্ত মরুর তল,
হাওয়ার শীতল পরশ ছুঁতে পারে না দেহ-মনে
বৃষ্টিকণা মেটায় না তৃষ্ণা যেন বেড়েছে বহগুণে।


আমি শুধু আঁধারেই খুঁজে ফিরি; একফোঁটা জল।