বারি মামা বারি মামা
কোথায় তোমার বাড়ি?
অঝোর ধারায় কাঁদছো শুধু
নেই কমা দাড়ি!
কান্না রেখে চোখটি মেলে
একটু ফিরে তাকাও
অঝোর ধারায় বারি ফেলে
গ্রাম কি গ্রাম ভাসাও!


পথ উপচে জলরাশি
উঠোন ভরা পানা
কোথাও নেই শুকনো মাটি
পেটে জোটেনা খানা।
এমন করেই কাঁদো তবি
জীবন রাখা দায়!
একটু সবুর কর যদি
জীবন রক্ষা পায়।


বারি মামা বারি মামা
বল, কোথায় তোমার বাড়ি?
সত্যি তোমায় পৌঁছে দেব
করছি না বাড়াবাড়ি।