বলা হয় ভগ্নহৃদয় ভেঙ্গে যাওয়া ফুলদানী সম
ভেঙ্গে যাওয়া মাত্রই ছড়িয়ে পড়ে সর্বত্র
জোড়া দেয়া সাধ্যমত চেষ্টা বিফল কখনো কখনো
ভগ্নহৃদয় যেন তেমনি  ছড়িয়ে দেয় দেহমনে যন্ত্রণা
সারবার নয়, যেন বহুগুণে বাড়িয়ে দেয়,
প্রশমিত হয় না কোন মন্ত্রণা ।


কখনো বা লুকিয়ে থাকে হৃদয় পিঞ্জরে
কখনো একাকীত্বে ঝরে পড়ে
অশ্রুবিন্দু রুপে আঁখি কোণ থেকে
কখনো বা শূন্যদৃষ্টি মেলে আকাশ পানে চেয়ে চেয়ে
মন্ত্রণা খোঁজার প্রার্থনা মগ্ন, একাকী।
যেমনটা ভাঙ্গা ফুলদানী ফুল-পাতার গুচ্ছের আড়ালে
জিইয়ে রাখে তাঁর সৌন্দর্যটাকে।