এক রাশ স্বপ্ন নিয়ে তাকিয়ে থাকে সে আকাশে
মেঘের ভেলায় কথার মালা  ভাসিয়ে দিয়ে
খুজছে যেন সে স্বপ্নপুরী
স্বপ্ন কুমারী যদি'বা তাকে দেখে...


অস্রু ভরা চোখ খোঁজে কেবলই
ছাদের কোণে এক আড়ালে বসে
নীলিমার নীল  চোখের তারায়
ব্যকুল নয়নে শুধু খোঁজে
স্বপ্নকুমারী, তুমি কথায়!
দাও না এবার আমায় ধরা...


ঝিরি ঝিরি বাতাশ চুপিচুপি কানে কানে
বলে যায় কত কথা ফিশ ফিশিয়ে
স্বপ্নকুমারী তার চলে গেছে
অজানায় অন্য হাতে হাতটি রেখে
ভুলে যাও অসিদ্ধি স্বপ্ন দেখা
স্বপ্নকুমারীর আর হবে না দেখা...


ছাদের কোণে ভারাক্রান্ত বিজ্ঞতায় ভাবছে বসে
চোখ জোড়া যেন উপচে পড়া জোয়ারভাটায়
হিমঘরে জমাট বাঁধা কষ্ট শেষে
তাকিয়ে থাকে সে নীচে পীচ ঢালা পথে...