দাঁড়িয়ে থাকে সে পাড়ার মোড়ের পথের বাঁকে
ছেঁড়া পাঞ্জাবী গায়ে,
হাতে ধরা রংচটা এক টিনের চাকতি
ঝনঝনিয়ে তা বাজে।
ঝর-বৃষ্টি কিংবা রোদে
ঠায় দাঁড়িয়ে শত ক্লেশে,
বদন মলিন রুগ্ন সেজে,
দাঁড়িয়ে থাকা চাই তাঁর চাকতি হাতে।
পাশ কাটিয়ে যাই যবে
হাত তুলে দেয় সালাম ঠুকে,
বাড়িয়ে ধরে টিনের চাকতি
এড়িয়ে যেতে শত বিপত্তি।
খেয়াল বশে হাত চলে যায় বুক পকেটে
খুচরো কিছু পয়সার খোঁজে,
হায়রে কপাল ফুটো পকেটে
কানাকড়ি নেই যে কিছু বুক পকেটের ভাঁজে।