কেউ কোথাও নেই
চারপাশ কবরের স্তব্ধতা।
কখনো কখনো বিচ্ছিন্ন দুষ্টু হাওয়ার
পরশ পেয়ে গাছেরা গেয়ে উঠে ঝিরঝিরি।
মন ছুটে যায় সেই দিকে-
কখনো দুষ্টু পাখির ঝটিকা আগমন
আবার তেমনি ফিরে যাওয়া
যেন আমার একাকিত্তের সাথে দুষ্টুমি।
একটু দূরে-
সাগরের ঊর্মির গর্জন ভেসে আসে কানে
যেন কানে কানে বলে যায়-
'এসো, আমার হাতটি ধর সঙ্গোপনে
আমার ঊর্মিদোলায় দুলে তুমি ভেসে যাও
মন যেখানে চায় যেতে'-
আকাশের হুঙ্কারে সম্বিৎ ফিরে পাই
যেখানে দাঁড়িয়ে ছিলান, সেখানেই আমি
কেউ কোথাও নেই-
একাকি- খোলা জানালার পাশে।