রাজনৈতিক অস্থিতিশীলতা
-সুব্রত দাশ আপন


হরতাল, ভাংচুর, আগুনে মানুষ পুড়ানো
এতো নতুন কিছু নয়
স্বাধীন দেশে ছাগলের জন্য গরু চিন্নি করা
হা-হা ইতিহাস কথা কয়।
রাজনৈতিক অস্থিতিশীলতা
দেশের অর্থনীতির দুয়ার করেছে বন্ধ
মানুষের জীবন চলা আজ হুমকির মুখে
ক্ষমতা দখলের লড়াইয়ে জনতাকে করেছে অবরুদ্ধ।  
রাজনৈতিক পাল্টাপাল্টি মিচের শ্লোগান
জনগণের কান করেছে ভারী
বিনা নিমন্ত্রনে আইন শৃঙখলার অবনতি
জনগণ চিন্তাবিহীন ফিরতে পারছেন না বাড়ী।
রাজনৈতিক দলগুলোর পাল্লাপাল্টি কর্মসূচীতে
প্রত্যেক স্তরে স্তরে ধ্বস নেমেছে
আমি সুব্রত দাশ আপনের একটাই প্রশ্ন
দেশকে তারা কি মগের মুল্লুক পেয়েছে?
এতো গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র
মহাজাদুঘর যেন চক্ষুমান মেরে কারিশমা দেখায়
জনগণ খেয়ে পরে শান্তিতে ঘুমাতে পারছেন না
কিন্তু প্রত্যেক দলের ক্ষমতায় থাকার লড়াই।