তোমারী তরে মস্তক ঠেকায়
হৃদয়ে করিয়াছি স্থির
শত্রুর অনাকাংকিত আঘাতে ব্যাথান্বিত হইয়াছে
বাংলার মায়ের তরে নিবেদিত প্রাণ
বাংলার লাখো বীর।
জন্মভূমি গরিয়সি হৃদয়ে করিয়াছি ধারণ
লুণ্ঠিত মা বোনদের গগন ভারী করা কান্না
শুনে নাই কোন বারণ।
মা বোন শোর কন্ঠে বলিয়াছিল
কেহ আছ হে আত্মীয় স্বজন
ঘাতক হইতে উদ্ধার করহে মোরে
ঘৃণায়, লজ্জায় আজি হীন আমি
পাক দালালরা বস্ত্রহরণ করে।
কেহ কি দেখিয়াছ সন্তান হারা মায়ের কান্না
নিজে পাকদালালদের হস্তে
ইজ্জত রক্ষার্থে কত সহিয়াছে যাতনা।
হে খোদা বাঙালীর তরে একটু দয়া হইতেছেনা!
দেখিতে হইতেছে এহেন পরিনতি
তোমার তরে মস্তক নতজানু হে প্রভূ
চেতনা দিয়া জাগ্রত করহে জাতি।
ঘোর অমাবস্যার রাত্রি কাটিয়া
বাঙালীরা চলিতেছে সুকৌশলে
মৃত্যুর দুয়ারে আজি দাড়াইতে প্রস্তুত
ভয় করিসনে মাগো, প্রাণ দিব হেসে
একটি ফুলকে বাঁচাব বলে ।
মাগো একটুকু দোয়া করিস
বিশ্বপিতা ভগবানের তরে
শত্রুর মুখে থুতু দিয়া
তোর সন্তান যেন তোর বুকে আসি ফিরে।