আমার সোনার বাংলা, আমি তোকে ভালবাসি বলে
আবার যেন হয় দেখা মা, অস্ত্র নিয়েছি হাতে তুলে।
উজানের পথ চলেছি, দুর্গম পথে বেয়ে
দোয়া করিস মাগো, এ দেহ যেন ভয়ে না কাপে।
জীবন যদি যাইরে মা, জয়ের লাঙ্গল ফেলবই
জাগো বাঙালী জাগো, শত্রুরা গেলে কই!
মোরাতো ৫২ এর মরা,
নতুন করে প্রাণ দিব কিসে
মৃত্যুর মুখে দাড়াইতে প্রস্তুত
ভয় করিসনে মাগো, তোর জন্য প্রাণ দিব হেসে।
এসো বাঙালী শপথ করি বুকে রেখে হাত
বাধার দেয়াল ভাঙ্গবো মোরা,
ভেঙে ছুড়ে সব ব্যাঘাত।
মোরা একটি ফুলকে বাচাঁবো বলে,
হয়েছি আজ ঘর ছাড়া
প্রতিশোধ আমরা নেবই
দেখি তোর বুকে রক্ত ফেলে কারা।
তোর বুকে রক্ত ভিজিয়ে
যাচ্ছে চলে যদি দেখি মা চোঁখে
তাকে প্রতিহত করতে গিয়ে যদি আমার মরণো হয়
তবে লাশটার কবর দিস মাগো তোর বুকে।