আমি আজি স্বপ্নাহত পাখি
ক্লান্তি বিভোর চিত্তে
গাছের ডালে গিয়া বসি।
আমি আজি শূন্যতা নিয়া
একাকী ভাবি এ বিরলে
উচ্ছ্বসিত অতিশয় প্রিয়পাত্রটাকে
তীব্রব্যথা দিয়া স্বপ্নাহত করিলে।
কতক আশান্বিত হৃদয় নিয়া
তোমার পানে বাড়াইয়া ছিলাম হস্তটি
কত চিন্তা করিয়া, আর ভাবিয়া
কত নির্ঘুম কাটায়াছি রাত্রি।
বুক ভরা ভালবাসা লইয়া তোমারই দরবারে
পাঠাইয়াছি প্রেমের আবেদনখানি
যদি চিত্ত উদ্যানে ফুলফুটাইতে
মোর হৃদয় পিঞ্জরে করিতাম রাণী।
তোমার এহেন চিঠির উত্তরে
স্বপ্নাতিত হৃদয় রক্তরঞ্জিত হইয়াছে
একটি বারও বুঝিবার চেষ্টা করিলে নাকো
এ মানুষটি তোমায় কত ভালোবাসিয়াছে।
অসি দিয়া দ্বিখন্ডিত করিলে
চিন্তা করিবার চেষ্টা করিলে না
তোমারে কত ভালবাসিয়াছি
বুঝিলেনা নন্দিনী, বুঝিলেনা!