কবর থেকে কে ডাকে যেন
বলে ও আমার মা, ও আমার বাংলাদেশ
তোর বুকে মাথা রেখে
শুয়ে আছি মা বেশ।
শহীদের রক্তের বিনিময়ে অর্জিত
এ সোনার বাংলাদেশে
শহীদের রক্তের কোন দাম নেই আজ
যেন গলা চেপে ধরেছে ঠেসে।
মুখে মুখে মানবাধিকারের কথা
বাস্তবে তা কই,
রাজনীতির প্রভাব দেখিয়ে
কলেজ, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ
লাগাতার অবরোধ, হৈ চৈ।
সালাম, বরকত, রফিক জব্বার
বাঙালীর স্বার্থে জেগে উঠো আরেকবার
বাঙালী কানে তুলা দিয়ে, চোঁখ খুলে ঘুমাচ্ছে
বি বেহাল অবস্থা দেখ এ সোনার বাংলার।
মানবতা, মহানুভবতা ও মানবাধিকার
তোমরা কি শুধুই থাকবে কলমে কাগজে
দিন-দুপুরে নারী শ্লীলতাহানী, খুন রাহাজানী দেখে
জানিনা কিভাবে সান্ত্বনা দিব নিজেকে।