আজ বাংলার জমিনে স্বাধীনদেশের স্বাধীন পতাকা
উড়ছে দেখে হিংসা লাগে চোখে
তাদেরই আজ অবমূল্যায়ন হচ্ছে
যারা স্বাধীনতার মুকুট ছিনিয়ে আনতে
দাড়িয়েছিল রুখে।
আজ রাজাকার মুক্তিযোদ্ধা হচ্ছে
স্বদেশের নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধা হচ্ছে রাজাকার,
মুখে যাই আসছে তাই বলছে,
সময় নেই প্রতিবাদের দুর্বার গড়ে তোলার।
রবীঠাকুরের অলস বাঙালী পান্তা চিবিয়ে খেতে পারে না
আজ কেন জানি বড় মনে পড়ে
গণতন্ত্রের বাগানটা এতো যত্ন করার পরেও
ফুলগুলো রাজনৈতিক ছোবলে যাচ্ছে ঝরে।
আজ রাজনৈতিক প্রতিহিংসা ও ধান্দায় মন ব্যস্ত
দেশের কোন স্বার্থ নয়,
স্বাধীনতার উচ্চশির আজ নিচু হচ্ছে
না জানি কি হয়, বিষন ভয় হয়।
মুক্তিযোদ্ধের চেতনা তাও যদি হয় দলীয়করণ নীতি
তবে কেন দেশের তরে শহীদ হয়েছে
বাংলার সমগ্র জাতি?
রক্ত পিশাচররা আজ স্বাধীনতার ঘোষক জিয়া
ও মাতৃকার শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবকে
অবমূল্যায়ন করছে রাজনৈতিক কৌশলে
যেন কোটি কোটি টাকার গণতন্ত্রের বাগান নষ্ট করছে
চার টাকা দামের ছাগলে।