ধুমপানে মৃত্যু ঘটায় তবুও নেশাগ্রস্থ হচ্ছে মানুষ
ধোয়ার টানে হারিয়েছে নিজের থাকা হুশ।
হেরোইন, গাজাঁ, পেন্সিডিল খাওয়া
কত কি খারাপ নেশা,
মানব জীবন করছে ধ্বংস,
তবুও যাচ্ছে না নেশা।
তাজা ফুলের মতো জীবন
ক্রমে ক্রমে হয়ে যাচ্ছে শেষ
একে একে যাবে চলে,
শূন্য থাকবে বাংলাদেশ।
প্রতিদিন কত মায়ের বুক, হয়ে যাচ্ছে খালি,
যেন সুন্দর জীবন ধ্বংস করা, হঠাৎ চূড়াবালী।
নেশা নেশা সবই নেশা, গ্রাস করেছে দেশ
একদিন নেশার স্রোতে তলিয়ে যাবে,
সোনার বাংলাদেশ।
এখনো সময় আছে নেশা যাও দূরে
থাক মায়ের বুক আলো করে।
এখনই সময় আলো দেখবার, অন্ধকারকে ভূলে
হাস প্রাণ খুলে
নেশার পেশায় আসক্ত না হয়ে
আলোর দিকে এসো ফিরে।
পৃথিবী তোমাদের স্বাগত জানাই
এসো আলোর দিকে ফিরে
তোমাদের রয়েছে বাঁচাও অধিকার
অকালে যাবে কেন ঝরে!