মারে তুই আমায় ফেলে
কেমনে গেলি চলে
কেউতো আমায় নেয়না বুকে
এতিম ছেলে বলে।
তোর কিরে মা স্বাদ জাগেনা
একবার আমায় চাইতে
অমারতো মা পরাণ কান্দে
তোমায় কাছে পাইতে।
মারে আমার ঘুম অসেনা
কান্দি প্রতি রাইতে
ইচ্ছে করে তোর কাছে মা
ছুটে চলে যাইতে।
কষ্ট আমার আর সহেনা
পারিনা বোঁঝা বইতে
কথায় কথায় গালি দেয়
আর পারি না সইতে।
ওরা আমায় খাবার দেয়না
আদর সোহাগ দুরে
তোর লাগি মা সদায় আমার
মনটা শুধু পুড়ে।
তুই থাকলে কি মা
দেখাত এমন রুপ
স্বজন বলে ভাবতে ওদের
লজ্বা লাগে খুব।
-০১.১০.১৪ ইং