আজ বড়ই ইচ্ছে করে ভিখেরি হওয়ার
তাহলে হয়তো হাত পেতে থাকতাম নির্লজ্জের মত
এধার থেকে ও ধারে ঘুরে বেড়াতাম পাওয়ার আশে
মেনে নিতাম তোমাদের ধিক্কার অবহেলা যত।
কিন্তু বিবেকের তাড়নায় পারিনা
বিবেক তাড়িয়ে বেড়ায় সারাক্ষন
পারলে বিবেকটা বিক্রি করে দিতাম
কিন্তু এইটা কারো রক্তের সাথে মিলবেনা।
শরীরের লাল পানি গুলোও হয়তো কেউ নিবেনা
কেননা তার প্রতিটি কনায় লুকিয়ে আছে
বিষাক্ত নিকোটিন। লাল পানি গুলোও হয়তো এখন
আর তার নিজের রঙেয়ে নেই, বদলে গেছে।
পানি গুলোর প্রতিও বিষন রাগ হয় এখন
তোরা ভালো থাকলে তো আর আজ আমার
ভিখেরি হওয়ার স্বাধ জাগতো না।
-১২.১১.১৪ ইং