মাঝে মাঝে মন ও মাথা সবকিছুই
অনেক এলোমেলো বিক্ষিপ্ত হয়ে যায়,
এমন কিছু ঘটনা যা এসব ঘটায়,বা
এমন কিছুর ভাবনা যা ভেবে এমন হয়।


বুক ফেটে কান্না পায়
চোখ দিয়ে অবিরাম বন্যা বয়,
দম আটকে আসে
চারিপাশ ঝাপসা হয়ে যায়।
জীবনকে অর্থহীন-মূল্যহীন মনে হয়,
চিরএকা হতে ইচ্ছে করে তখন।
সব স্মৃতি মুছে ফেলতে ইচ্ছে করে
চলে যেতে ইচ্ছে করে এই জাগতিক জীবনের
কোলাহল থেকে দূর-বহুদূরে।
চোখ বন্ধ করে হাতরে বেড়ায় আত্মার বান্ধবরে।
হারিয়ে যায় ভাবনার অতল সমুদ্দরে।
মন সেখানেও অতৃপ্ত,জীবনের অর্থ অদৃশ্য।


এভাবেই কেটে যায় জীবন,
বয়ে চলে সময় তার গতিতে।
ভাবনারাও বসে না থেকে
উঁকি দেয় আগামীর উদ্দেশ্যে।
থেকে যায় শুধু আমি...
দিন যায় দিন আসে
এই আমি ভেসে বেড়ায়
জীবন কেয়ার মাঝে বসে।