আজ আমি আকাশের সাথে গল্প করেছি
ঘোরে ঘোরে ঘর বুনেছি তার সাথে,
যার থাকার কথা ছিল
সে তো অন্য কোথাও থমকে গেছে
কত ছলে !
তাই মেঘেদের সাথে চলতে শিখেছি
পাখি হয়ে উড়তে শিখেছি মেঘের বেশে।


আজ আবার আমি  স্বপ্ন বুনেছি
রংধনু দিয়ে ছবি একেছি আনমনেই,
মনের সাদা কালো ক্যানভাসে
রক্তিম সূর্যের আলো এনেছি,
তীব্র উত্তাপে ছাই করে উড়িয়ে দিয়িছে
যা কিছু ছিল অনুতাপের।


আজ আমি খাঁটি সোনার থেকেও খাঁটি হয়েছি
স্মৃতির পোড়ামাটি দিয়ে গড়েছি
জীবনের উপর প্রাপ্ত জয়ের স্মৃতিস্তম্ভ ।
সকল স্পর্ধা পেরিয়ে যে আমাকে
জয় করতে চেয়েছিলে একদিন,
সে আমি আজও হার মানি নি
পরাজয়ের কাছে।
আমার সুখের খরকুটোর ঘরে
যে তুমি জ্বালিয়েছিলে মনো চিতা,
সেই আমি নতুন পেয়েছি জীবন
হয়েছি  অপরাজিতা।