যেখানে তোমার পরশ পাবো
হৈমন্তী আনন্দে মন প্রাণ,
আমাকে দেবে অদেখা স্বর্গের সন্ধান।


গোলাপ কাঁটার রক্ত আঁচড়
প্রাণে বসন্ত এনে দেবে,
পথধুলিও আমাকে আপন করে নেবে।


থাকবো তোমার আসার আশায়
দিন যাবে দিন গুনে,
প্রহর কাটবে আসন্ন পদধ্বনি শুনে।


পাতার সবুজে তোমার মানচিত্র
পথ দেখাবে প্রভাকর একদিন,
তোমাকে পেয়ে নিশ্চিন্তে হবো ক্লান্তিহীন।


শুধুমাত্র তোমার বিরহ অনল
জ্বালিয়ে আমাকে করে ছারখার,
জীবন্ত আমাকে করে সোনালী অঙ্গার।


প্রভূ হে আমার বিশ্ব দয়াময়
আরজি জানাই দরবারে তোমার,
বিরহ সাগর শিগ্র করো পার।


প্রিয়া আমার বুকের মানিক
শত জনমের শত সাধনার,
দেখা দাও তুমি স্বপনে শতবার।।