অজান্তেই আসে আর চলে যায়
পাশের মানুষটিও
রেখে যায় শুধুমাত্র কিছুকালের স্মৃতি
আকাশগঙ্গায় হারিয়ে যায় অন্ধকার গৃহ
নিঃসীমে পাখা মেলে
অন্ধ প্রতিকৃতি...
কি এক আততায়ী স্বপ্ন তাঁকে
করেছে ধুলোর মত মিহিন
অপলক চোখে তাঁর চলে যাওয়া দেখি...


কারো কারো নিজেকে বিশ্বের
সবচেয়ে অচেনা মানুষ মনে হয়,
শুধু আসা আর যাওয়া মানেই
জীবনপ্রবাহ নয়...
কাঁদায় অনুক্ষণ অনির্বার
সুলভে পাওয়া অযাচিত অভিলাষ
ভিন্ন স্থানে, বিভিন্ন কালে, একই পাত্র
বয়ে নিয়ে বেড়ায় নিজেকেই  
শেষবেলা অবধি অথচ...
নিজেকে কোনভাবেই করতে আবিষ্কার  
অপারগ হয়ে ফেলে তপ্ত নিঃশ্বাস
যতটুকু আমি পেলাম
তার সিকি আনাও কি কখনও
পেরেছি দিতে নিরুপায় প্রাণে কারো...!


এ বর্ণচোরা জন্মের তবে কি ছিল প্রয়োজন
সাড়ম্বর যে জীবনকে ভেবেছি সমুদ্রতুল্য
আদতে সে পাতকুয়ো'ও নয়...
অপরাহ্ণের শেষ এতটুকু ক্ষণ
সুর্যাস্তের এখনো কিছু বাকি    
সাথে নিয়ে সঞ্চিত এক মুঠো গোধুলি
চেয়ে দেখো, হে আমার নিশ্চুপ কালবালিকা
যেচেছো যা কিছু আজ তার'ও ঢের বেশি এনেছি...
________________________
‘‘অবশেষে জেনেছি মানুষ একা
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা
দৃশ্যের বিপরীতে সে পারে না একাত্ম হতে এই পৃথিবীর সাথে কোনদিন’’
[ পাখি হয়ে যায় প্রাণ / কবি আবুল হাসান ]
________________________
উত্তরা ঢাকা বাংলাদেশ
২৫/১০/২০১৭/বুধবার