প্রকৃতিঃ প্রার্থণা
আদর্শঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগঃ ভৈরব
তালঃ ঝাঁপতাল
রঙঃ গাঢ় সবুজ
_________________________


তুমি এসো সোনার রথে
      এসো প্রাণের কিনারে
তুমি রেখো প্রাণে ধ'রে
      প্রাণ দিয়েছো যারে।।


কামনা মোহে তোমাকে ভুলি
      আনন্দ ধরার জানালা খুলি
গায়ে মাখি পথের ধুলি
      ভুল বুঝি বারে বারে।।


তুমি মোরে করেছো ত্রাণ
      রেখেছো সদা পাপীর মান
আমি বেসুরে গেয়েছি গান
      পড়ে আছি পথের ধারে।।


পাপ তাপ মোহ মায়াজাল
      আমায় করে ভীষন উত্তাল
এমনি যাবে আর কতকাল
      আমি প্রাণে পাবো তারে।।


জীবন যখন ধ'রে আসে
      পেয়েছি তোমায় আমার পাশে
তুমি ত্রাতা কাল সর্বনাশে
      ত'রিয়ে এবার নাও পারে।।


________________
২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
উত্তরা ঢাকা বাংলাদেশ


_____________________________


মহাসিংহাসনে বসি শুনিছ, হে বিশ্বপিত
তোমার রচিত ছন্দে, মহান বিশ্বের গীত....


- রবীন্দ্রনাথ ঠাকুর