ভাবাদর্শঃ আবুল হাসান ও জীবনানন্দ দাশ


আশায়, আশঙ্কায় নির্লিপ্ত হয়ে বসে থাকি
কখন নিরবে দিনশেষে প্রিয় রাতের অন্ধকার নামবে,
আর তুমি, আমার পূর্বপ্রিয়া থামবে একটু!


জানি, রাত ছাড়া আমায় স্মরণ করো না...
রাতের গা’র কালো পোষাক দেখে আমার অবয়ব মনে পড়ে,
বলো ঠিক বলিনি ?! আমি কালো এটা আমার সৌভাগ্য,
না হলে এ জন্মে তোমার প্রেম পেতাম না…


তোমাকে চিঠি না লিখে কবিতা দিতাম রোজ;
কবি হতে চেয়েছিলাম নাকি শুধুই সেজেছি, মনে পড়ে না।


তবে আজ দেশ ও কালজয়ী হয়ে উঠতে ভারি ইচ্ছে হয়, জানো!?
তুমি তবে একটু অবসর করে ছুটে আসতেই তোমার কবি’র কাছে…
সে তাহলে এক ভীষন পাওয়া হতো, বুঝেছো তুমি!


আজ বুঝি, তখন বুঝিনি চিঠির চেয়ে কবিতা বেশি ভারী হয়!
তাই বুঝি ওগুলো ফেলে দিয়েছো ?
নাকি চন্দন কাঠের বাক্সে আজও তেমনই আছে !
কেন যে তোমার হৃদয়ের ডাকবাক্সে
কবিতা সমূহ পোস্ট করতে গিয়েছিলাম!!


নীলাভ ধুসর সর্পিল ধোঁয়া দেখে যদি,
তোমার ভাবনায় যতি চিহ্নের অকাল ব্যবহার ঘটে,
তাই আলো নিভিয়ে সিগারেট খেয়ে যাই একটার পর একটা…
একবার শুধু বন্ধুদের কাছে শুনতে পেয়েছিলাম,
তুমি দুটো সিগারেট খেয়েছিলে আমাকে বাঁচাতে…


আজও এ কথা মনে করি আর হাসি, ঝড়ের বেগে হেসে
বুকের ভেতর ঝুল বারান্দায় যে ইজি চেয়ারে
তুমি হেলান দিয়ে বসে থাকতে, সেটা উড়িয়ে দিই…


তোমার মৌমাছি ভালোবাসা গুলো আমার মৌচাক বুক
মধুপূর্ণ করেছিলো এক সময়,
নিরেট অকৃতজ্ঞ তো আর হতে পারিনে,
তাই সহস্র ষড়ভূজ শূন্য ফোকর হয়ে শুধু সুলভ বাতাস খাচ্ছি…


দিনের আলোয় লোডেড রাইফেলের নলের সামনে অভিনয়ে,
বানিজ্যিক অভিনেতা আমি, কিভাবে জীবনযাপন করছি বুঝিনা !?
বাস্তবিক আবেগে নাকি আবেগী বাস্তবে?? স্বগতোক্তি নিরুত্তর।।


কিন্তু রাতের কালোয় ?!
তোমার ভাবনায় এমন সেচ্ছাচারী
গোঁয়ার সম্রাট আর কে হতে পেরেছে?
প্রতিদিন রাতে আমার ছাদ মেঝে হয় আর মেঝে ছাদ,
অনবরত ছাদ মেঝে, মেঝে ছাদ…


তখন ছাদে উপুড় শুয়ে শুয়ে মেঝেতে
বৈদ্যুতিক পাখার সশব্দ লাটিম ঘোরা দেখি,
একটু একটু করে সেটা মাটির গভীরে প্রোথিত হতে থাকে,


সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমি চেয়ে থাকি স্থীর, দ্বিধাহীন, শঙ্কাবিহীন…



পুরাতন কস্‌বা,
শ.ম.র সড়ক, যশোর
১৩/অক্টোবর/২০০১