পোঁড়ামাটির গন্ধ শুকতে
আমার একটুও ভালো লাগে না
তবুও আমার জানতেই হবে,
মানুষের মন পুড়লে পোঁড়ামাটির মত
আবারও ধুসরবর্ণ সোঁদাগন্ধ মাটি হয় কিনা।।


সভ্যতার জাদুকাঠি যদি আগুন বলে মানি,
মনের আগুন সে’ও
নিশ্চয় কোনো সৃষ্টি ইঙ্গিত করে!
সাংঘর্ষিক জগৎ, যান্ত্রিক ভাষা, পোঁড়া মাটির গন্ধ ---
এসবেই আমার আগ্রহ এখন খুব বেশি।।


আমার অনিবার্য অপূর্বনির্ধারিত ঠিকানা
আমার উজ্জ্বল গন্তব্যের প্রভায়
মৃদুমন্দ হাসে, মাঝে মাঝে।
শৈশবে খুব সুন্দর ঘুঁড়ি উড়াতে পারতাম ---
আজও আমি ঘুঁড়ি উড়িয়েই চলেছি,
সাঁদারঁঙা মনঘুঁড়ি – নাটাই সুতোবিহীন
অন্তহীন প্রতীক্ষায় চেয়ে আছি ---
সূর্যের কতটা কাছাকাছি হলে
আমার ঘুঁড়িগুলোতে আগুন ধরবে...


আমি সারা আকাশে আগুন দেখতে চাই…
আর সূর্যের সাথে আমার বাজী রইলো --- দেখবো,
সে আমার ক’খানি ঘুঁড়ি পোড়াতে পারে…


এসো বৃন্তবিচ্যুতোন্মুখ বিশ্বজন,
আমরা সবাই ঘুঁড়ি ওড়াই,
সমৃদ্ধি আর প্রগতির নামে সাঁদাঘুঁড়ি পোঁড়াই।।


__________________
প্রকৃতিঃ উত্তরাধুনিক যুগ
ভাবাদর্শঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ