আজ বড় বেশি মনে পড়ে,
সেই তারুণ্যে ভরা দিন
প্রভাত আলোক ঝলক খেলিয়া,
ভাঙতো ঘুমের ঘোর;
মনে পড়ে প্রিয় মনে পড়ে আরো,
কে যেন গুল হাসিন্
ভাঙতো আমার দিল্-দ্বার
দিয়ে অপাপ প্রেমের জোর।।


বকুল সুবাস সেদিনের
যেন আজো লেগে আছে গায়ে;
বকুল ফুলের ফুলহার হাতে,
হাসিন্ এলো এলোমেলো পায়ে
কাঁপা কাঁপা দুটি ছোট্ট পদ্ম,
দুলছে নয়ন পাতে।।


সেদিন তোমায় ফিরায়ে প্রিয়
ফকির আমি আজ যে আরো
বেদিল আমি কহ প্রিয় কহ
শর হানো যত পারো...


তবু আজ এই দিলহীন পাপী
তোমার নেকাব তুলে,
বেদনা মলিন জলভরা আঁখি
দেখবো সকল ভুলে।।


সামান্য সাড়া দিয়ে আজ
ফের স্পন্দিত ক'রো প্রাণ,
তোমার ফেরার পথ চাওয়ার  
হোক আজ অবসান...


ওগো পাষাণ প্রিয়তম...
আর একটু ক্ষণ রহো,
তোমায় কতটা হারিয়েছি
তার সবটুকু যাব বলে,
হতভাগ্য যে স্বীয় মৃত্যুর
কাছাকাছি গেছে চলে...



উত্তরা ঢাকা
বাংলাদেশ
৩০/০১/২০১৭