যখন থেকে তুমি আমারে গিয়েছো ছেড়ে
এ ভূবনে এখন আমি, না ঘরের না ঘাটের
সুশোভিত গাছ পড়েছে শিকড় উপড়ে
প্রভূ দয়াময় বলে দাও, কী সমাধান এর!


না জানি মন কোথায় কখন
ঘুরিয়া বেড়ায় সমস্ত ক্ষণ
পাবে কিনা আর তার ঠিকানা
শেষ নেই যেন আক্ষেপের
প্রভূ দয়াময় বলে দাও, কী সমাধান এর!


ব্যাধির কবলে দেহ হয় নাশ
স্বস্তি সুখের নেই অবকাশ
ঘাতক এসে ঘরে দেয় হানা
শোনে না আকুতি পীড়িতের
প্রভূ দয়াময় বলে দাও, কী সমাধান এর!


আকাশ কালো রাক্ষসী মেঘ
হৃদয়ে কেবলি বাড়ে উদ্বেগ
ভোরের পুষ্প সকালেই ঝরে
চারিদিকে বাজে সুর শেষের
প্রভূ দয়াময় বলে দাও, কী সমাধান এর!


কত মানুষ কত শত প্রাণ
প্রতিনিয়ত সারা দিনমান
বেঁচে থেকেও তবু যায় মরে
নেই কারো লেশ ভ্রুক্ষেপের
প্রভূ দয়াময় বলে দাও, কী সমাধান এর!


কেউ কেউ একা হয় পরের কারণে
জানে না সে জীবনে কেন এই ফের
ফেরে না সে ঘরে আর কারোর বারণে
প্রভূ দয়াময় বলে দাও, কী সমাধান এর!


________________________________________