অনেক কথার বৃষ্টি নামে দেবী তোমার উপর
যাবজ্জীবন কারাদন্ডে আমার সকল প্রহর
এমনই দিন এমনই রাত এমনই সব সন্ধ্যা
একলা দোলে নিজের ব্যথায় অবুঝ রজনীগন্ধা...


এভাবেই বুঝি কেটে যাবে সারাটা রাত নিঝুম
আসি আসি করে আসবে না আর এ দুচোখে ঘুম,
প্রিয়তি তোমার চুলের কালোয় আমার সব অন্ধত্ব
ধুয়ে যাবে যত পাপ আর ভুল, করেছি বন্ধুত্ব...


তুমি গান গাইবে কখনো, যদি বৃষ্টি নামে ধীরে?
প্রজাপতি সব এসেও ফুলে, আবার যাবে ফিরে...


হিসেব নেই, রাখিনি কখনো, কবে কেটে গেছে বেলা
কপালে জুটেছে পথের ধুলো, একরাশ অবহেলা,
অনেক হলো কথা আর নিরেট পাথর কাব্য
এখন শুধু তোমায় নিয়েই সারাটা ক্ষণ ভাববো...


এইসব প্রেম নৈবদ্যের মালা শুধুই তোমায় দিলাম
জেনো পুরো একটা জনম আমি তোমার ছিলাম,
থাকবো রক্তে মাংসে শিরায় মনের গহীন গোপনে
পাপে পাপে আমি নিলক্ত হবো, সর্বান্তকরনে...


এতক্ষণ যা প্রচারিত হলো তার দায় আমার নেই
অপরাধী সেই, যেই আমি আমার মধ্যে নেই,
হে প্রস্তরদেবী,
এখানেই সব শেষ হবে না, রবে আরো কিছু বাকি
অসীমের মেঘে যা দৃশ্যমান তার সমস্ত নয় ফাকি...


মাঝে মাঝে রুদ্ধ্প্রাণে আমার চকিতেই আসে বান
কথার কথায় বেদনাগুলো সব হয়ে যায় গান,
"কেন আর কর এমন প্রার্থনা, যার যোগ্য আমি নই
নিঃসীম সেই পরকালে যেন আমি তোমার হই..."


অজানা পথের এই অপরাধী সুপরিচিত লোক
চেয়ে যায় শুধুই কেবল তোমার শুভ হোক
তুমি প্রস্তরদেবী, তোমার বোঝার কথা নয়
সেই বোঝে যার সাদা বুক শুধু সবুজ রক্তময়...


.............................................................