যদি আমার আর ফেরা না হয়
তবে তুমি চলে যেও তোমার ঠিকানায়,
হয়তো তুমি একদিন এ জীবনের মানে বুঝবে...


আমরা জানিনা কেন আমাদের এত ভয়,
এত শঙ্কা অস্থিরতা একে অন্যকে হারাবার,
কোথায় গেলে যে রেহাই পাওয়া যাবে অবশেষে...


নিত্য-দ্রব্যমূল্য বৃদ্ধির শেল
আমাকে আঘাতে যতটা পঙ্গু করে
তার পুরো যন্ত্রণা তুমি পাও, বিশ্বাস হয়না
ক্ষত সারতেই নতুন আঘাতে খর্ব হচ্ছি দিনে দিনে...


কার পাতে কতটুকু দৈ দিলে
তার মৃদুহাসিযুক্ত মুখখানি দেখা যাবে!
কোথায় পাওয়া যায় সেই না-রোধক বটিকা
যা সেবনে সকলে মুখে হ্যা-বোধক শব্দ আসবে...


যারা বলে তুমি স্বেচ্ছা-দ্বিচারিনী
আর তোমার "হির" প্রেমে আমি রান্‌ঝা
এ লোকের অলৌকিক মূর্খতা স্রেফ বাতুলতা
ছাই পড়ুক তাদের মুখে এবং সদ্য বাড়া ভাতে...


"চোখের জলে শুধু বালিশ ভেজালে
প্রেম মাঠেই মারা যাবে এমনই নিয়ম,
এ ঐতিহ্যবাহী সমাজে এর অন্যথা হবেনা কিছুতে... "


অনৈতিক বাৎসল্যে ভরা বন্ধুমহলের এ উচ্চারণে
এমন মন্তব্যের ছুরি অন্য কাউকে ফালাফালা করতে পারে,
আমাকে নয়, কেননা জন্মের ঋণ শুধু মৃত্যু দিয়েই শোধ হয়না...


যা ভাবো আর তাই ভাবো তুমি শুনে রাখো...

যদি আমার আর ফেরা না হয়
তবে তুমি চলে যেও তোমার ঠিকানায়,
হয়তো তুমি একদিন এ জীবনের মানে বুঝবে...