হাড্ডিসার পুঁজিবাদের বুকের উপর
হামাগুড়ি দেয় নতুন বিশ্বায়ন
অস্ত্রবাজ শকুনের দল নাচে ধেই ধেই
মুৎসুদ্দি-আমলারা সব উচ্ছিষ্ট খোঁজে
বিশ্বব্যাংকের অমৃত ভাগাড়ে।


প্রযুক্তির স্বপ্ন-ফাঁদ গড়ে নতুন ইমারত
দাসত্বের বন্টন মানেনা স্বাধীন শ্রমিক
উদ্বৃত্ত শ্রমের অংশীদারিত্বের দাবানল
মগজে-মননে-জঠরে, ক্ষুধা-ক্রোধে
দাউদাউ জ্বলে আগুনের লেলিহান
পুড়ে পুড়ে ছাই হয় রাষ্ট্র দানবের কঙ্কাল,
কাকতাড়ুয়া অর্থনীতি।


ভাঙে শাসনতন্ত্র, শোষণের যন্ত্র,
ভাঙে দাসত্ব-শৃঙ্খলের কারাগার
জাগে মানুষ, জাগে প্রেম, শাশ্বত মানবতা
গড়ে সমাজ-সংসার, জাগতিক ভালোবাসা
নিপাত যাক ক্ষুধা-মৃত্যু-ভয়, সুখ-স্বপ্নের সংশয়
ধ্বংস হোক পরাশক্তি, মৌলবাদ, বোমারু বিমান
জয় হোক নিপীড়িত জনতার, মানুষের জয়।
----------------------
(৫ই মে' কার্ল মার্ক্স-এর জন্মদিনে)