তুমিও কি চাও? নিমিষেই বলে ফেলি
অমৃতবাণী - 'ভালোবাসি!'
জিভের আড়ষ্টতা মুহূর্তেই করে পার
এরকম কত কথা-ই তো প্রতিদিন বলি
হরহামেশাই,
মুখপানে চেয়ে থাকি অহর্নিশি
খুঁজে ফিরি এক পুণ্যশীলা তনুশ্রী!
রথের মেলায় দেখা হয়েছিল কবে
শুভ্র বসন, কপালে চন্দন তিলক,
আঁচল পেতে বলেছিল হেসে
একটা কবিতা দাও গো কবি!
আর কতকাল উপবাসে হবে ক্ষয়
উদাসী হৃদয়।


চৈত্র দহনে ছাই হলো বুকের কাঠ খড়
পোড়ামাটির আর্তনাদ শোনেনা রুদ্র বৈশাখ
পূবালী বাতাসে ভেসে আসা এক ফোঁটা জল
তৃষিত কবি'র জলাধার
অনল বর্ষণে অরণ্যের উপমা হবে?
-----------------------------------
১৬/০৪/২০২১, সন্ধ্যা।