ক্ষমা করো পাহাড় - মাটি - আকাশ
ক্ষমা করো অরণ্য - জল - বাতাস,
ক্ষমা করো হাওরের পাখি, সাগরের নীল
ক্ষমা করো নদী, শস্যের ক্ষেত, শালুকের বিল।
ক্ষমা করো ঘাস ফুল, ব্যাঙাচির ঝাঁক, গাঙচিল,
ক্ষমা করো হিজল-তমাল, সোনালী মাছের পোনা
ক্ষমা করো চিত্রা হরিণ, আমাজন - সুন্দরবন
ক্ষমা করো বিপন্ন-বিস্ময়ের পৃথিবী......!


ধ্বংস হোক মারণাস্ত্র, যুদ্ধবিমান, আণবিক বোমা
হাইড্রোজেন-ক্লোরিন-ফ্লোরিন-কার্বন
ধ্বংস হোক বাজার অর্থনীতি, পুঁজিবাদী বিশ্বায়ন।


বেঁচে উঠুক সবুজের বুক, কোকিলের গান
বটের ছায়ায় রাখালের বাঁশি
বেঁচে উঠুক ফসলের মাঠ, কিষাণীর হাসি,
পাল তোলা নাও, ভাটির মাঝি
বেঁচে উঠুক বাউলের একতারা, চারণ কবি
পৌষের মেলা, নবান্নের চাষী,
বেঁচে উঠুক চৈত্রের দুপুর, দুরন্ত কৈশোর
বেঁচে উঠুক সাহসী যৌবনে বৈশাখী ঝড়....।


জেগে উঠুক রবীন্দ্র-নজরুল-সুকান্ত
অতুল- রজনী- লালন -জীবনানন্দ,
জেগে উঠুক ক্ষুদিরাম-সূর্যসেন-প্রীতিলতা
বাহান্ন - বাষট্টি -একাত্তর- স্বাধীনতা,
জেগে উঠুক লেনিন -মাও- চে' গুয়েভারা
জেগে উঠুক  সর্বহারা.....।
    -------------------