শুনেছি নাকি সে গাঁয়ে এবার
ভালোবাসার হাট বসেছে, গঙ্গা ধারে
সারি সারি নাও ভিড়েছে এপার-ওপার
হরেক রঙের ভালোবাসার পশরা নিয়ে
এবার হাটে অনেক প্রেমিক প্রেম বিকোবে;
কতই বা আর দাম হাঁকাবে,
চারিদিকে ব্যর্থ প্রেমের বাজার যেমন
আসল প্রেমের বাজার কি আর অমন হবে!


হলেই বা কী, বুকের তলায় ফাগুন আছে
ছাইদানিতে পোড়া প্রেমের আগুন আছে,
বিরহ সুখ সইতে জানি
কাজলদিঘীর কালো জলে নাইতে জানি,
সুখপাখিকে দুখের কথা বলতে জানি
সন্ধ্যা রাগের  শেষ রাগিণী গাইতে জানি।


আমার বাড়ির উঠোন জুড়ে ঘাসের ডগায়
ভালোবাসার শিশির জমে কোন অবেলায়  
পাগলী মেয়ে পা মাড়িয়ে চতুর্দশী সংগে নিল
রইলো পড়ে আলতা-চুড়ি, পায়ের নুপুর
এক হাসিতে এপার-ওপার প্রেমের বাজার
সাঙ্গ হলো, উজান ভাসি নাওয়ের মাঝি
পাল তুলে নে, আমায় কি তোর সঙ্গে নিবি?
শুনেছি নাকি এ গাঁয়েতে
ভালোবাসার জ্বলবে চিতা, গঙ্গা ধারে
চলনা মাঝি, নাও ভিড়িয়ে চন্দন জল
ছিটিয়ে আসি, আমরা দুজন প্রেম পূজারী।


----------------------------------