আমি কবি না হলে যেমন
কারও কিচ্ছু যায়  আসে না
ঠিক আমারও ওরকম হয় আজকাল
কারও কান্না দেখে পাশ কেটে চলে যাই,
যদি দেশলাই সঙ্গে থাকে তো ভালো
নয়তো পথচারীদের সুখটানের উচ্ছিষ্ট
চেয়ে নিতে গিয়ে যদি দেখি- চলবে...
তবে চলুক গুরু! তুমিই সিদ্ধিদাতা।


রঙমহলে আমার ঠিকানা লেখা ছিলো
কবিতার চিরকুটে, বিদঘুটে হাতের লেখা
যে পড়তে জানে, সেই কবি হয়
কেউ কেউ জোছনায় রাত জেগে
অক্ষরের অচেতন প্রেমে হাবুডুবু খায়।


কে বলেছে এসব, কবি-রা নিরামিষাশী?
নাকি আমিষ রান্নায় তুমি দারুণ হিসেবী
ওইসব তন্ত্রমন্ত্র আপাতত বন্ধ থাকুক,
দারিদ্রের কাঠকয়লায় কল্কি সাজিয়ে দেখো
ভিখারিও কত সহজেই অবতার হয়ে যায়!
তুমি মানো আর না-ই বা মানো
জয় গুরু! সুখটান-টা আমাকে দিও।
----------------------------