আবার এলো দুয়ারে দুরন্ত বৈশাখ
হই হুল্লোড় আনন্দে বাজছে শঙ্খ-শাঁখ।
রোদের তাপে চৌচির হচ্ছে মাঠ-ঘাট
প্রলয় হাওয়া গুড়িয়ে যাচ্ছে বুনোকাঠ।


বটতলে বসেছে মেলা রঙিন বাহারি
মাটির পুতুল হাতি, ঘোড়া-গরু, হাঁড়ি
আরো আছে হাত পাখা, সাদা শঙ্খ চুড়ি
মিষ্টি-মিঠাই-সন্দেশ খেতে মজা ভারি।


কৃষ্ণচূড়া লাল হাসিতে হলো লালে লাল
রসালো তরমুজে সবে তৃষ্ণায় মাতাল  
ঢাকের তালে কিশোর উতাল-পাতাল
মুরলী বাঁশিতে সুর তুলেছে রাখাল।


১২ এপ্রিল ২০২১
তেজগাঁও, ঢাকা।
(অক্ষরবৃত্ত)