আমার মায়ের বদন
দেখতে চাঁদের মতো,
দেখলে উবে যায়গো
দুঃখ আছে যতো।


আমার মায়ের হাসি
সদা পূর্ণ-শশী
আকাশ ভরা জোছনা
বড়ো ভালোবাসি।


আমার মায়ের আঁচল
স্নেহ ভরা ছায়া
চোখে মায়ার কাজল
প্রীতি জাগানিয়া।


আমার মায়ের দুহাত
ব্যস্ত অবিরাম
দিবস-নিশি-প্রভাত
নেই কোনো বিরাম।


আমার অসুখ হলে
মা'যে জেগে থাকে
নয়ন ভাসায় জলে
নিদহীন আঁখিপাতে।


আমার মায়ের থালা
থাকুক দুধে ভাতে,
সন্তান ভালো থাকলে
মা'যে ভালো থাকে।


৫ ডিসেম্বর, ২০২০
ঘোড়াদিয়া, নরসিংদী।
(স্বরবৃত্ত)