যার এমন শীতল স্বচ্ছ নদী আছে
যার এমন ফসল ভরা জমি আছে
যার এমন নির্মল শুদ্ধ বায়ু আছে
সে আর যা হোক- দরিদ্র হতে পারেনা।


পেশী বহুল এমন গ্রন্থি আছে যার
ইস্পাত সদৃশ দৃঢ় হাত আছে যার
রৌদ্রেপোড়া বৃষ্টিভেজা দেহ আছে যার
সে আর যা হোক- দরিদ্র হতে পারেনা।


যারা সূর্য উদয়াস্ত কায়িক শ্রমিক
যারা খেতে পেলে ছেড়ে দেয় সব দাবি,
যারা বস্ত্র বলতে লজ্জা নিবারণ বুঝে
সে আর যা হোক- দরিদ্র হতে পারেনা।


যাদের মজুরি রোজ দু'শ কি তিনশ,
চাল-ডাল-তেল-নুনে চলে যায় দিব্যি,
রাত্রি নিদানের জন্য শুধু একটা ডেরা
সে আর যা হোক- দরিদ্র হতে পারেনা।


দরিদ্র তারাই- শ্রমীর রক্ত-শ্রমের
বদলে যাদের হয় মাসিক বেতন,
পড়ুয়া ছাত্রের হয় টিউশন ফিস,
বড় দরিদ্র দেশের বড় আমলারা।


দরিদ্র তারাই যারা পোশাক কর্মীর
ঘাড়ে ঘাড়ে পাড়া দিয়ে প্রাসাদ বানায়
ঝকঝকে তকতকে ফ্ল্যাটে নিশ্চিন্তে ঘুমায়
চকচকে বিলাসবহুল পাজেরো হাকায়।


দরিদ্র তারাই যারা পাহাড় সমান
মুনাফার বিপরীতে ন্যায় ন্যায্য পাওনা
থেকে শ্রমিককে বঞ্চিত করে সম্পদের
পাহাড় গড়ে আয়েশি জীবন কাটায়।


দরিদ্র তারাই যারা প্রবাসীর রক্তে
অর্জিত রেমিট্যান্সে সেকেন্ড হোম করে
দেশের অর্থ বিদেশে পাচারে মশগুল-
দুর্নীতির আখড়া গড়ে আখের গোছায়।


যারা নিরীহের বিষয়াদি ভোগ করে,
যারা মুটে-কুলি-চাষা-শ্রমিক-মজুর
অভাবী-উপবাসীর অর্থকড়ি মারে
তার চেয়ে দীন আর-কেউ হতে পারে?


১০ ডিসেম্বর, ২০২০
তেজগাঁও, ঢাকা-১২১৫।
(অক্ষরবৃত্ত)